Friday 26 December 2014

অ্যান্ড্রয়েডের জায়গা দখলে বাজারে আসছে firefox


http://rack.2.mshcdn.com/media/ZgkyMDEzLzEwLzIzLzYzL0ZpcmVmb3hQaG9uLjU3NGNmLmpwZwpwCXRodW1iCTk1MHg1MzQjCmUJanBn/70855a31/b5c/FirefoxPhone.jpgঅ্যান্ড্রয়েডকে প্রতিযোগিতায় ফেলতে বাজারে আসছে নয়া অপারেটিং সিস্টেম৷ LG ও Firefox যৌথভাবে নয়া এই অপারেটিং সিস্টেমটি আনছে৷ আগামী বছরের শুরুতে নয়া এই অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটি বাজারে আসছে৷ নয়া এই মডেলটির নাম LG Fx0 ৷ নয়া এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম Firefox 2.0৷ এছাড়া আছে 1.2GHz প্রসেসর ও 1.5 GB RAM ৷ LG-র নয়া মডেলে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং আছে সেলফির জন্য ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ ৪.৭ ইঞ্চির HD ডিসপ্লে’র LG এই ফোনে এছাড়া আছে 2370mAh ব্যাটারি৷ এছাড়া আছে ১৬ জিবি ইন্টারন্যাল মেমোরি৷ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত৷নয়া এই মডেলটি সর্বপ্রথম জাপানে আনা হচ্ছে৷তবে কবে নাগাদ ভারতে আনা হবে এবং ভারতের বাজারে দাম কত হবে তা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয় নি৷

No comments:

Post a Comment