Friday 26 December 2014

ব্রিটেনে বড়দিনের উপহার হিসেবে দেওয়া হচ্ছে ড্রোন


http://www.ottawastar.com/wp-content/uploads/2014/11/Drone_1.jpgবড়দিনের দিনে সকালে চকলেটসহ নানা জিনিস উপহারস্বরূপ মানুষের হাতে তুলে দেওয়াই রীতি ব্রিটেনে। জেনারেশন y য়ের যুগে ব্রিটেনে বড়দিনে জনপ্রিয় উপহার হচ্ছে ড্রোন। বহু মানুষই ক্রিসমাসের শুভেচ্ছা হিসাবে এই ড্রোন উপহার হিসাবে একে অন্যের হাতে তুলে দিচ্ছেন। তবে কর্তৃপক্ষ রিমোট চালিত এই বিমান উড়ানোর ব্যাপারে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে। সতর্কবার্তায় সিভিল অ্যাভিয়েশন জানাচ্ছে, সাধারণ মানুষকে লোকজনকে খুব সাবধানে এই ড্রোন উড়াতে বলেছে, অন্যথায় নানান সমস্যায় পড়তে হতে পারে তাঁদের।
যেসব ড্রোন ৬শো মিটারেরও বেশি উঁচুতে উড়তে পারে সেগুলি ইতিমধ্যে বেশ কয়েকবার বাণিজ্যিক বিমানের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু অল্পের জন্যে শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। সেই কারণেই এই সতর্কবার্তা বলে জানাচ্ছে সিভিল অ্যাভিয়েশন। কিছু কিছু এলাকায় এই ড্রোন উড়াতে গেলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। কেউ যদি নিয়ম না মেনেই ড্রোন ওড়ায় তাহলে তাঁর ৮,০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

No comments:

Post a Comment