Monday 8 December 2014

পড়লেও আর ভাঙবে না ফোন!

 http://netdna.walyou.netdna-cdn.com/wp-content/uploads//2013/03/unbreakable-iphone-patent-2.jpg
একটি জরুরি কাজে হেঁটে যাচ্ছেন, এমন সময় এলো ফোন। তাড়াহুড়ো করে ফোন বের করতে গিয়ে পড়ে গেলো মাটিতে। সঙ্গে সঙ্গে ভেঙে গেলো আপনার প্রিয় ফোনটির স্ক্রিন।
কিন্তু এখন আর চিন্তা নেই। অ্যাপেল তাদের নতুন আইফোনের জন্য এমন একটি প্রযুক্তি আনছে যেখানে ফোন নিজে থেকেই পড়ে যাওয়ার সময় সতর্ক হয়ে যাবে। গত সপ্তাহেই অ্যাপেলের পক্ষ থেকে এই আবিষ্কারের পেটেন্ট নেয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করবে বলে জানানো হয়েছে।
এর ব্যাখ্যায় বলা হয়েছে, ফোনে থাকা সেন্সর আঁচ করে নেবে যে ফোনটি একটি উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে কি না। সেই সময় নিজে থেকেই সতর্ক হয়ে যাবে ওই আইফোন। স্ক্রিন নিজে থেকেই মুখ ফিরিয়ে নেবে, যাতে ফোনের ন্যূনতম ক্ষতি হয়। এমনকি ফোনের সঙ্গে হেডফোন লাগানো থাকলেও তা নিজে নিজেই খুলে যাবে।

No comments:

Post a Comment