Monday 8 December 2014

অ্যাপলের বিরুদ্ধে ক্ষেপেছেন জুকারবার্গ

 http://cdn2.hauteliving.com/haute100/wp-content/uploads/2012/01/gty_mark_zuckerberg_ll_111101_wg.jpeg
আই ক্লাউড অ্যাপলিকেশনের নিরাপত্তা ও গ্রাহকদের গোপনীয়তা রক্ষার বিষয়ে অ্যাপলের সিইও টিম কুক গত মাসে এক খোলা চিঠিতে ফেসবুকের সিইও ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে খোঁচা মেরেছিলেন।
ফেসবুকের নাম উল্লেখ না করে তিনি বলেছিলেন, ফ্রি অনলাইন সেবা মানুষকে গ্রাহক নয় বরং পণ্য হিসেবে গণ্য করে। এর মাধ্যমে ফেসবুকে ব্যবহারকারীদের পেজে দেয়া বিজ্ঞাপনের দিকে ইঙ্গিত করেছিলেন কুক।
সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সেই খোঁচার জবাব দিয়েছেন জুকারবার্গ। তিনি বলেন, ‘আমি হতাশ হই যখন দেখি অনেকে বিজ্ঞাপন ব্যবসার মডেল এবং গ্রাহকদের এক সমান্তরালে ফেলে। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বাজে একটা ধারণা। আপনি অ্যাপলকে টাকা দিলেই তাদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গেলেন? তাহলেতো তাদের পণ্যের দাম অনেক কমানো উচিৎ।’
সদ্য তিরিশে পা দেয়া বিশ্বের ১৪তম ধনী এ তরুণ ফেসবুকে গ্রাহকদের ওয়ালে বিজ্ঞাপন দেয়ার সমর্থনে বলেন, তার উদ্দেশ্য পুরো বিশ্বকে ইন্টারনেটে সঙ্গে যুক্ত করা। আর গ্রাহকপেজে বিজ্ঞাপন দেয়া ছাড়া এটি সম্ভব নয়। কারণ তা না হলে ফেসবুক ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে হবে।

No comments:

Post a Comment