Monday 8 December 2014

মোবাইল দিয়ে সিসি ক্যামেরায় নজরদারি

 http://www.cctvcamerapros.com/v/images/iDVR-PRO/Android-Mobile-Surveillance-Camera-App.jpg
এইচআইকে ভিশনের বিভিন্ন ধরনের নিরাপত্তা পণ্য নিয়ে বাজারে এসেছে এক্সেল টেকনোলজিস লিমিটেড। সিকিউরিটি সলিউশন হিসেবে উন্নত বিশ্বের দেশগুলোতে এইচআইকে ভিশন বেশ জনপ্রিয়।
এইচআইকের বিভিন্ন রেঞ্জের পণ্যগুলোর বড় একটি সুবিধা হলো যেকোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমেও সবসময় নজরদারি রাখা যায় ক্যামেরা বসানো স্থানগুলোতে। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, সার্বক্ষণিক দৃষ্টি রাখতে পারবেন আপনার বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর।
এ ব্র্যান্ডের সিকিউরিটি পণ্যের আওতায় রয়েছে ১.৩ মেগাপিক্সেল থেকে শুরু করে ৮ মেগাপিক্সেল পর্যন্ত রেজ্যুলেশনের আইপি ক্যামেরা এবং ৬০০ টিভিএল থেকে শুরু করে ৯০০ টিভিএল পর্যন্ত সিসি টিভি।
এছাড়াও স্মল সলিউশন থেকে শুরু করে এক্সট্রা লার্জ সলিউশন রেঞ্জের ডিভিআর এবং এনভিআরও রয়েছে। এর সিএনএস সফটওয়্যারের মাধ্যমে একাধারে ৫ হাজার আইপি ক্যামেরা মনিটর ও নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে।
আরও রয়েছে প্লাগ অ্যান্ড প্লে এর সুবিধার ডিভিআর ও এনভিআর কিট। বৈচিত্র্যময় এই পণ্যসম্ভার যেকোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িরও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

No comments:

Post a Comment