Monday, 15 December 2014

অ্যাকাউন্টে গ্যাস ভর্তুকির টাকা পৌঁছনো নিয়ে সংশয়


বাকি আর মাত্র ১৬ দিন৷ ১ জানুয়ারি থেকে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেঁৗছবে৷ তবে , এ রাজ্যে কত জন গ্রাহক এই সুবিধা পাবেন , তা নিয়ে সংশয় তুঙ্গে৷ কারণ , রাজ্যের ৯৩ লক্ষ ৭৫ হাজার রান্নার গ্যাস গ্রাহকের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১৭ শতাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর গ্যাসের কনজিউমার নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে৷ এই অবস্থায় পেট্রোলিয়াম মন্ত্রক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে রীতিমতো টার্গেট দিয়ে জানিয়ে দিয়েছে , ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে অন্তত ৫০ শতাংশ গ্যাস গ্রাহকের কনজিউমার নম্বর অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যুক্ত করতে হবে৷ টার্গেট পূরণ করতে রবিবার তো বটেই , অন্যান্য ছুটির দিনও ডিস্ট্রিবিউটরদের অফিস খুলে রাখারও নির্দেশ দিয়েছে সংস্থাগুলি৷ তবে , যে সমস্ত গ্রাহকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পেঁৗছবে না , তাঁরা আগামী ৩১ মার্চ পর্যন্ত ভর্তুকিতেই সিলিন্ডার পাবেন৷ কেন এই অবস্থা ? রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি এ জন্য বেশ কিছু ব্যাঙ্কের অসহযোগিতাকেই দায়ী করছে৷ এক সংস্থার কর্তা বলেন , ‘আধার যাঁদের রয়েছে , তাঁদের অনেকের থেকে তো বটেই , এমনকি যাঁদের আধার নেই তাঁদের মধ্যে বহু গ্রাহক ব্যাঙ্কে গিয়ে ফর্ম জমা করতে পারছেন না বলে আমাদের কাছে অভিযোগ আসছে৷ আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে রাজ্যের লিড ব্যাঙ্ক , ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই )-র সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে অনুরোধ করেছি৷ আর দিল্লি থেকে আমাদের টার্গেট বেঁধে দেওয়ার পরে আমরা ডিস্ট্রিবিউটরদের বলেছি , আধার রয়েছে এমন কোনও গ্রাহক যদি ব্যাঙ্কে গিয়ে অসহযোগিতার মুখে পড়েন , তা হলে আপাতত তাঁদের আধার নম্বর ছাড়াই ফর্ম-৪ পূরণ করিয়ে জমা নিয়ে নিতে৷ এতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি পাওয়াটা অন্তত চালু হবে৷ ’ তবে এই সমস্যা সমাধানে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি৷ রবিবার এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে খাদ্য ও সরবরাহ দন্তরের সচিব অনিল ভার্মাকে একাধিকবার ফোন এবং এসএমএস করা হলেও কোনও জবাব মেলেনি৷ পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন ইউবিআই -এর এক কর্তাও৷ তাঁর যুক্তি , ‘এই ব্যবস্থা কার্যকর করার জন্য প্রত্যেক ব্যাঙ্ককে আলাদা করে দু’টি সফটওয়্যার কিনে তা ব্যাঙ্কের সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত করতে হবে৷ এর জন্য খরচ রয়েছে৷ অনেক ব্যাঙ্কই তাই সফটওয়্যার ইনস্টল না -করাতেই এই সমস্যা তৈরি হয়েছে৷ei samay

No comments:

Post a Comment