রাজকুমার হিরানির ছবি ‘পিকে’র এক গুরুত্বপূর্ণ অংশ তিনি।তাঁকে ছাড়াই মুক্তি পেয়েছে ‘পিকে’।সেকারণে মুক্তির সাতদিন পরেও তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছিল স্পেশাল স্ক্রিনিংয়ের৷জেল থেকে বিশেষ ‘ছুটি’ পেয়ে বাড়ি ফিরে সপরিবারে দেখলেন ‘পিকে’।
গতকাল ছবির পরিচালক রাজকুমার হিরানী ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া সঞ্জয়ের জন্য ‘পিকে’র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন।এখানে স্ত্রী মান্যতা এবং সন্তান ইকরা ও শাহরানের সঙ্গে একসঙ্গে বসে পিকে দেখেছেন সঞ্জয়।তবে এখানে উপস্থিত থাকতে পারেননি আমির খান ও অনুষ্কা শর্মা।
মুম্বাই সিরিয়াল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের ৫ বছরের জেল হয়। পুণের ইযেরওয়াড়া জেলে রাখা হয় তাঁকে। এরই মধ্যে বেশ কয়েকবার প্যারোলে জেলের বাইরে এসেছেন সঞ্জয়।
প্রসঙ্গত উল্লেখ্য,রাজকুমার হিরানী সঞ্জয়ের জীবন কাহিনী নিয়ে একটি চিত্রনাট্য লিখতে চলেছেন।শোনা যাচ্ছে মুন্নার চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।
No comments:
Post a Comment