Friday, 26 December 2014

রাজ্যে জাঁকিয়ে শীত, শহরে মরসুমের শীতলতম দিন


http://farm8.static.flickr.com/7494/15813161646_29bf8ef323_m.jpgনতুন বছর আসার আগেই আরও নামল শহরের তাপমাত্রা। আজ মরসুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নামল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। জেলাগুলিতেও পাল্লা দিয়ে নেমেছে তাপমাত্রা। বর্ধমান ও বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়ার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা সহ অন্য কয়েকটি জেলাতেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। কয়েকটি জেলাতে তৈরি হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি । অন্যদিকে, রাজধানী দিল্লিতেও আজ তাপমাত্রা নেমেছে চার ডিগ্রির নীচে। প্রচণ্ড ঠান্ডায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। কুয়াশার জন্য বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেন। অনেক ট্রেনেরই সময়সূচি বদলানো হয়েছে।

No comments:

Post a Comment