Monday 29 December 2014

মিলল বিকল্প উপায় , সহজতর হল মঙ্গলযাত্রা


ওয়াশিংটন : মঙ্গলে যাওয়ার নতুন পথ আবিষ্কার হল৷ আর তার জেরেই মঙ্গলে মানুষ পাঠানো অনেক সহজ এবং কম ব্যয়সাপেক্ষ হবে৷ এমনটাই দাবি করেছে নাসা৷
Making A Trip To Mars Cheaper & Easier: The Case For Ballistic Captureএখন মঙ্গলে মহাকাশযান পাঠানোর খরচ বিপুল৷ আর মানুষ পাঠানোর পরিকল্পনা করার ক্ষেত্রে সেটাও একটা বড় বাধা৷ কিন্ত্ত এ বিষয়ে নতুন দিশার সন্ধান দিয়েছেন নাসার বিজ্ঞানীরা৷ বিকল্প একটি উপায়ে মঙ্গল অভিযানের খরচ এবং জটিলতা দু’টোই অনেক কমানো যাবে বলে তাঁদের দাবি৷ নাসার গ্রহবিজ্ঞানের ডিরেক্টর জেমস গ্রিন বলেছেন , ‘এটা আমাদের জন্য বিরাট একটা ধাপ হতে পারে৷ কারণ কম খরচে এবং সহজে অভিযান করার চেষ্টা আমরা সব সময়ই করে থাকি৷ ’নতুন এই পদ্ধতির নাম ব্যালিস্টিক ক্যাপচার৷ এর নতুনত্ব কোথায় ?বিজ্ঞানীরা বলছেন , এখন মহাকাশযান উত্ক্ষেপণের আগে হিসেব করা হয় মঙ্গল তার কক্ষপথের ঠিক কোথায় থাকবে এবং মহাকাশযানটি এমন ভাবে পাঠানো হয় , যাতে তা একেবারে কক্ষপথের সেই অংশেই গিয়ে ঢোকে৷ কিন্ত্ত নতুন পদ্ধতিতে মহাকাশযানটি মঙ্গল কক্ষপথে যেখানে আছে , তার থেকে কিছুটা এগিয়ে মঙ্গলের মতোই একটি কক্ষপথে প্রবেশ করবে৷ কিন্ত্ত তার গতি থাকবে মঙ্গলের চেয়ে সামান্য কম৷ ফলে কিছু দিনের মধ্যে মঙ্গল পিছন থেকে এসে মহাকাশযানটিকে ধরে ফেলবে৷ এর ফলে উত্ক্ষেপণ এবং যাত্রাপথের খরচ এক থাকলেও কক্ষপথের একেবারে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে প্রবেশ করার বিষয়টি থাকবে না বলে মোট খরচ কমে যাবে৷ হিসেব নিকেশের জটিলতা অনেক কমে যাওয়ায় পদ্ধতিটি অনেক সহজও হবে৷ আপাতত এই পদ্ধতিতে পরীক্ষামূলক ভাবে রোবোট পাঠানো হবে৷ আর তার পরের ধাপেই মঙ্গলে পাড়ি দিতে পারবে মানুষ৷ --- সংবাদসংস্থা৷ ei samay

No comments:

Post a Comment