মিডিয়াম ওয়েভের পাশাপাশি আকাশবাণীর জনপ্রিয় বিবিধ ভারতীর অনুষ্ঠান এ বার এফএম চ্যানেলেও সম্প্রচারিত হবে৷ ১০১ .৮ মেগাহাত্র্জে শোনা যাবে এই অনুষ্ঠান৷ শুক্রবারই প্রাথমিক ভাবে ১০ কিলোমিটার ট্রান্সমিটার দিয়ে সম্প্রচার চালু হয়েছে৷ আপাতত বিবিধ ভারতীর অনুষ্ঠান কলকাতা , হাওড়া , হুগলি , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা , নদিয়া , বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় এফএমে শোনা যাবে৷
Saturday, 27 December 2014
বিবিধ ভারতীর অনুষ্ঠান এফএম
মিডিয়াম ওয়েভের পাশাপাশি আকাশবাণীর জনপ্রিয় বিবিধ ভারতীর অনুষ্ঠান এ বার এফএম চ্যানেলেও সম্প্রচারিত হবে৷ ১০১ .৮ মেগাহাত্র্জে শোনা যাবে এই অনুষ্ঠান৷ শুক্রবারই প্রাথমিক ভাবে ১০ কিলোমিটার ট্রান্সমিটার দিয়ে সম্প্রচার চালু হয়েছে৷ আপাতত বিবিধ ভারতীর অনুষ্ঠান কলকাতা , হাওড়া , হুগলি , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা , নদিয়া , বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় এফএমে শোনা যাবে৷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment