Saturday 27 December 2014

বিবিধ ভারতীর অনুষ্ঠান এফএম


মিডিয়াম ওয়েভের পাশাপাশি আকাশবাণীর জনপ্রিয় বিবিধ ভারতীর অনুষ্ঠান এ বার এফএম চ্যানেলেও সম্প্রচারিত হবে৷ ১০১ .৮ মেগাহাত্র্‌জে শোনা যাবে এই অনুষ্ঠান৷ শুক্রবারই প্রাথমিক ভাবে ১০ কিলোমিটার ট্রান্সমিটার দিয়ে সম্প্রচার চালু হয়েছে৷ আপাতত বিবিধ ভারতীর অনুষ্ঠান কলকাতা , হাওড়া , হুগলি , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা , নদিয়া , বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় এফএমে শোনা যাবে৷
প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জহর সরকার শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এফএম ট্রান্সমিটারটির উদ্বোধন করেন৷ তিনি জানান , দেশের আরও তিন মেট্রো শহর --মুম্বই ,চেন্নাই ও দিল্লিতেও পর্যায়ক্রমে একই ব্যবস্থা চালু হতে চলেছে৷ শুধু বিবিধ ভারতীই নয় , আগামী বছরে আকাশবাণী কলকাতার ‘ক’ বিভাগের অনুষ্ঠানও সম্প্রচারিত হবে এফএম চ্যানেলে৷ ভবিষ্যতে গোটা সম্প্রচারটাই ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে৷ এই পরিবর্তনের কারণ বাখ্যা করতে গিয়ে জহরবাবু বলেন , পুরোনো প্রযুক্তি রক্ষণাবেক্ষণ প্রতি দিনই ক্রমশ শক্ত হয়ে পড়ছে৷ বহু যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না৷ তাই আকাশবাণীকে মিডয়াম ওয়েভ সম্প্রচার থেকে এফএম সম্প্রচারে পরিবর্তন করার উদ্যোগ শুরু হয়েছে৷ তিনি জানান , বিবিধ ভারতী , কলকাতায় রবিবার ১৬ ঘন্টা ২০ মিনিট এবং অন্য কাজের দিনে ১৫ ঘন্টা ২০ মিনিট গানের অনুষ্ঠান সম্প্রচার হয়৷ এই সময়ের মধ্যে মাত্র চার ঘণ্টা বাংলা গানের অনুষ্ঠান থাকে৷ এই সময় আরও বাড়ানোরও সুপারিশ করেছেন তিনি৷ আকাশবাণীর সংগ্রহশালায় সংরক্ষিত নানা রেকর্ডিংও ইন্টারনেটের মাধ্যমে বাজারে আনার উদ্যোগ শুরু হয়েছে বলে জানান তিনি৷ এ ব্যাপারে প্রসার ভারতী তিনটি অন্তর্জাতিক মানের সংস্থার সঙ্গে কথা বলছে৷

No comments:

Post a Comment