Tuesday, 30 December 2014

ঢুকছে মেঘ , বরাতে হয়তো বৃষ্টিও

জাঁকালো শীতের বারোটা বাজিয়ে তাপমাত্রা বাড়াবে নিম্নচাপ 
  
মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা৷ বুধ ও বৃহস্পতিবার মেঘলা আকাশ৷ বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ -১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ বর্ষশেষ আর বর্ষবরণের হুল্লোড়ের দিকে একটু একটু করে এগোচ্ছে বাংলা৷ নিম্নচাপও হেলতে -দুলতে পা বাড়িয়েছে পূর্ব উপকূলের পথে৷ তার অনাবশ্যক উপস্থিতির জেরেই আবহাওয়া দন্তরের এমন পূর্বাভাস৷ মাসটা পৌষ হলে কী হবে , আগামী কয়েকদিন শীতের সর্বনাশ স্রেফ সময়ের অপেক্ষা৷
জাঁকিয়ে শীতের বারোটা অবশ্য সোমবারই বেজে গিয়েছে৷ ঠান্ডা হাওয়ার দাপট সাতসকালেই শেষ৷ বেলা বাড়তেই গায়ে গরম জামা রাখা দায়৷ দুপুরের পর রোদও কেমন নিভু নিভু৷ নীল আকাশে ঢুকতে শুরু করেছে মেঘ৷ বিকেলে আস্তরণ আরও বাড়ল৷ আবহবিদরা বলছেন , সুস্পষ্ট নিম্নচাপটি শ্রীলঙ্কা লাগোয়া বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছে৷ তার অবস্থান এবং বাংলার সঙ্গে দূরত্ব কমতে শুরু করায় প্রত্যক্ষ না -হলেও , পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে৷ সেই প্রভাবেরই ফসল শীতের শহরে মেঘের আমদানি৷ আজ , মঙ্গলবার মেঘের আনাগোনা আরও বাড়বে৷ আলিপুর আবহাওয়া দন্তরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন , ‘নিম্নচাপটি খুব ধীরে ধীরে এগোচ্ছে৷ আসলে সেটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে৷ সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে এলে একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হবে৷ যা আমাদের রাজ্যের ভিতরে ঢুকে আসবে৷ এর ফলেই বুধ ও বৃহস্পতিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ ’ বুধবার উপকূলীয় অন্ধ্র ও ওডিশায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷ কলকাতা -সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা অবশ্য থাকছে না৷ ফলে নতুন বছরের আনন্দ মাটি হবে না৷ কিন্ত্ত কনকনে ঠান্ডার বদলে রাজত্ব করবে বিরক্তিকর মেঘলা আবহাওয়া৷ হিম বাতাসের বদলে বইবে সমুদ্রের সোঁদা হাওয়া৷
নয়াদিল্লির মৌসম ভবনের আবহবিদরা বলছেন , নিম্নচাপ শুধুমাত্র বাংলায় শীতের ঘোড়াই থামিয়ে দিচ্ছে না৷ দেশের সমতলে সর্বত্রই ঠান্ডার কামড় কমবে৷ কেননা , নতুন পশ্চিমি ঝঞ্ধা ঢুকবে কাশ্মীরে৷ তার প্রভাবে সৃষ্ট ঘূর্ণাবর্তও উঠে আসবে উত্তর -পশ্চিম ভারতে৷ সেটি আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানবে৷ জলীয় বাষ্প ঠেলে পাঠাবে নিম্নচাপও৷ ফলে উত্তর ভারতের হাড় -হিম ঠান্ডাও থমকে যাবে৷ বছরের শেষ দিনে দেশের কোথাওই আর শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে না৷ নজর তখন শুধু নিম্নচাপের উপর৷ সাল ১ জানুয়ারি ৩১ ডিসেম্বর২০১৪ ১৪ .১ * ---২০১৩ ১৩ .০ ১৪ .০২০১২ ১৭ .২ ১১ .৬২০১১ ১৪ .৯ ১৭ .৫২০১০ ১৩ .৪ ১৩ .৬২০০৯ ১৫ .১ ১৩ .৪* কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসেতথ্য : আলিপুর আবহাওয়া দন্তরবছরের শেষ -শুরুর উষ্ণতা৷
 

No comments:

Post a Comment