Wednesday, 24 December 2014

চারদিনে একশো কোটির ক্লাবে আমিরের ‘পিকে’,চোখে জল অনুষ্কার

 http://www.bollywooduncut.com/wp-content/uploads/2014/12/Aamir-Khans-PK-To-Enter-100-CRORE-CLUB.jpg
নয়াদিল্লিঃ মাত্র চার দিন, এর মধ্যেই আমির খান, অনুষ্কা শর্মা অভিনীত ‘পিকে’ ঢুকে পড়ল একশো কোটির ক্লাবে। চারদিনে পিকে ১১৬.৬৩কোটি টাকার ব্যবসা করেছে। দর্শকের ‘পিকে’-র প্রতি সমর্থন, উত্সাহ ও ভালবাসা দেখে অভিভূত ছবির নায়িকা অনুষ্কা। টুইটারে তিনি লিখেছেন, দর্শকের এই আগ্রহ দেখে তাঁর চোখে জল এসে গেছে। তিনি প্রতিটি দর্শককে তাঁর হৃদয়ের একেবারে ভেতর থেকে ধন্যবাদ জানিয়েছেন।
গত শুক্রবারই মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া প্রযোজিত, আমির খান অভিনীত, রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’। আর ঠিক তারপরেই সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে ‘পিকে’। এই ছবিতে সুশান্ত সিংহ রাজপুত, বোমান ইরানি এবং সঞ্জয় দত্তও অভিনয় করেছেন।

No comments:

Post a Comment