Saturday 20 December 2014

ধূমপানে জরিমানা, হাওড়া পুলিশের ঘরে ২৫ হাজার


http://medimoon.com/wp-content/uploads/2014/03/Smoking-in-Public-places.jpgকি, জনসমক্ষে ধূমপান করছেন নাকি? সাবধান৷ আশপাশে পুলিশ নেই তো? আপনাকে ধূমপান করতে দেখলেই পুলিশ কিন্তু যে কোনও সময় এসে জরিমানা করতে পারে আপনাকে৷ ‘গচ্চা' যাবে ২০০ টাকা৷ 
হাওড়া সিটি পুলিশ হাওড়া সদর এলাকাকে বছর দুয়েকের মধ্যেই ‘ধূমপানহীন এলাকা' করতে উদ্যোগী হয়েছে৷ সেই উদ্যোগেই মাঝেমধ্যে বড় ধরনের অভিযান চালাচেছ তারা৷  গত ৭ ডিসেম্বর একসঙ্গে সবক'টি থানা অভিযান চালিয়ে জরিমানা বাবদ আদায় করে প্রায় ২৫ হাজার টাকা৷ 

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে এক বেসরকারি সংস্থা হাওড়ার সদর এলাকার ১১টি থানার ইন্সপেক্টরদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান করে৷ অনুষ্ঠানে ধূমপান বিরোধী আইন ‘কোতপা' (সিগারেটস অ্যান্ড আদারস টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্ট, ২০০3) নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ সেই আইন অনুযায়ী পুলিশ  হাওড়ার বেশ কয়েকটি সরকারি, বেসরকারি অফিস, হাসপাতাল-সহ বিভিন্ন্ এলাকায় পোস্টারিং করে বা নোটিস পাঠায়৷ পুলিশ জানিয়েছে, এই আইন অনুযায়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়েও ধূমপান করা বেআইনি৷ গত ৭ তারিখ, হাওড়া আদালতের সামনে, হাওড়া হাসপাতালে যাঁরা ধূমপান করেছেন তাঁদের প্রত্যেককে স্পট ফাইন করা হয়েছে৷ ওই দিন প্রতিটি থানা এলাকায় এই ধরনের অভিযান চালানো হয়৷ এ ক্ষেত্রে সাব-ইন্সপেক্টর স্তরের আধিকারিকরা  প্রমাণ স্বরূপ নিজের মোবাইলে বা পকেট ক্যামেরায় ধূমপায়ীর ছবি তুলে রাখছেন৷ তারপর সঙ্গে সঙ্গে তাঁদের জরিমানা করছেন, দেওয়া হচেছ পাকা রসিদও৷ তবে, রাস্তায় হাঁটতে হাঁটতে বা ব্যক্তিগত গাড়িতে যাওয়ার সময় ধূমপান করলে পুলিশ ধরবে না বলে জানানো হয়েছে৷ 

পুলিশ সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে বিভিন্ন্ কলেজ, অফিসে৷ এ ভাবে কি প্রকাশ্যে ধূমপান বন্ধ করা সম্ভব? নাম জানাতে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, "দশ বছর আগেও কিন্তু ট্রেনে, বাসে যাত্রীরা ধূমপান করতেন৷ এখন সেই দৃশ্য প্রায় বিরল৷ কঠোর আইন হলে এবং মানুষ সচেতন হলে সম্ভব৷" তথ্য বলছে, ধূমপানের জেরে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হন ৪০ শতাংশ মানুষ৷ ১৫ বছর বা তার নিচের ১৪ শতাংশ কিশোর ধূমপানে আসক্ত৷ তাই ধূমপানের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২৫ বছর করে দেওয়ার ভাবনা-চিন্তা করছে সরকার৷pratidin

No comments:

Post a Comment