Saturday 20 December 2014

৪ ঘণ্টায় বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছল ২ বছরের শিশুর হৃৎপিণ্ড


http://media.newindianexpress.com/Ambulance.jpg/2013/09/16/article1786009.ece/alternates/w620/Ambulance.jpgচেন্নাই: এদিন সকালেই বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যু হয় ২ বছরের ছেলেটির। তারপর চার ঘণ্টার দৌড়। দৌড় অন্য আর এক শৈশবের মুখে হাসি ফোটানোর। মৃত শিশুর হৃদপিণ্ড একটি বিশেষ বিমানে করে বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছল। সেখানেই এক শিশুর দেহে প্রতিস্থাপিত হয় হৃদপিণ্ডটি। আর এই গোটা ঘটনাটি ঘটে ৪ ঘণ্টার মধ্যে।
তবে এক শহর থেকে আর এক শহরে হৃদপিণ্ড প্রতিস্থাপনের নজির গড়ার দৌড়টাও ছিল বেশ কঠিন। ২৫ জন বিশেষজ্ঞের একটি বিশেষ দল সকালে বেঙ্গালুরু থেকে রওনা হন। চেন্নাই বিমান বন্দর পৌঁছে সড়ক পথে বেসরকারি হাসপাতাল। পথের সমস্ত ট্রাফিক সিগনাল সবুজ করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি যাতে কোনও বাধা না পায়, তার বিশেষ ব্যবস্থা করেছিল চেন্নাই ট্রাফিক পুলিসই। 24 ghanta

No comments:

Post a Comment