দেশি-বিদেশি পর্যটকদের কাছে ক্রমশ বাড়ছে বাগডোগরা বিমানবন্দরের গুরুত্ব। তাই বিমানবন্দরকে ঢেলে সাজাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আগামী বছরের ডিসেম্বর থেকে চালু হবে রাতে বিমান পরিষেবাও।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর বাগডোগরা। তবে এই বিমানবন্দরের পরিকাঠানো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাই বিমানবন্দরের আধুনিকীকরণ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তৈরি হবে নতুন টার্মিনাল ও অপারেশন বিল্ডিং। এজন্য প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। তৈরি হয়ে গিয়েছে মাস্টার প্ল্যানও।
বাগডোগরা বিমানবন্দরে রাতে বিমান পরিষেবা চালু করার দাবি বহুদিনের। কিন্তু পরিকাঠামোর অভাবে তা শুরু করা যাচ্ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছেন, রাতে বিমান ওঠানামার জন্য বসানো হবে এয়ারফোর্স অ্যাপ্রোচ লাইট এবং ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম। সব কিছু ঠিক ঠাক চললে আগামী বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে এই পরিষেবা।
এছাড়াও চারশো স্কোয়ার মিটারের একটি আন্তর্জাতিক টার্মিনালও গড়ে তোলা হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
No comments:
Post a Comment