Thursday 11 December 2014

শ্রীরামপুরে কালো ছাই , কারন এখনো অজানাই

Ei Samay 
হুগলি : শ্রীরামপুর শহর জুড়ে কালো ছাই ছড়িয়ে পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ মঙ্গলবার দুপুর থেকে হাওয়ায় হাওয়ায় ছাই উড়ে আসা শুরু হয়েছে৷ প্রথম দিন বাসিন্দারা অতটা পাত্তা দেননি৷ কিন্ত্ত বুধবারও কালো ছাই আসায় আতঙ্ক ছড়িয়েছে৷ কিন্ত্ত কোথা থেকে এল ছাই ? পুরসভা , পুলিশ , পরিবেশকর্মী --কারও কাছেই কোনও উত্তর নেই৷ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন ল ’অফিসার বিশ্বজিত্ মুখোপাধ্যায় জানান , ইটভাটার চুল্লি বা কোনও কারখানা থেকে কিংবা দিল্লি রোডের ধারে বর্জ্য পোড়ানো হলে এই ধরনের কালো ছাই উড়ে আসতে পারে৷ কিন্ত্ত স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, তা হলে তো রোজই ছাই উড়ে আসত৷ কারণ , শহরের পাশে ইটভাটা এবং কারখানা যে নেই , তা নয়৷ কিন্ত্ত গত দু’দিন ধরে কেন ছাই উড়বে৷
শ্রীরামপুর পুরসভার খটির বাজার , মাহেশ জগন্নাথ ঘাট , লক্ষ্মী ঘাট , মাহেশ কলোনি , শ্রীরামপুর বটতলা , ধর্মতলা , বি পি দে স্ট্রিট , নেতাজি সুভাষ অ্যাভিনিউ , শ্রীরামপুর থানা , টিন বাজার -সর্বত্রই শুধু ছাই৷ আর তা নিয়েই সর্বত্র আলোচনা৷ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হুগলি জেলা কার্যালয়ে যোগাযোগ করা হলে আধিকারিকদের তরফে বলা হয় , তাঁরা বিষয়টি শুনেছেন৷ খোঁজ নিয়ে দেখছেন৷
গঙ্গার ধারের বাসিন্দা গোপীবল্লভ রায় বলেন , ‘বুধবার সকালে বাড়ির ছাদে গিয়ে দেখি , গোটা ছাদ ছাইয়ে ভর্তি৷ গাছপালার ডাল পুড়ে গেলে যে রকম হয় , ঠিক সে রকম৷ প্রথমে ভেবেছিলাম , কাছেপিঠে বোধহয় কোনও বড় আগুন লেগেছে৷ কিন্ত্ত খোঁজ নিয়ে জানলাম , সে রকম কিছু হয়নি৷ ’ বি পি দে স্ট্রিটের সমীরকুমার সাহা জানান , তাঁর বাড়ির ছাদ , উঠোন এবং সামনের রাস্তা ছাইয়ে ভর্তি৷
শ্রীরামপুর লাহিড়ি পাড়ার বাসিন্দা দেবাশিস পালিতের কথায় , ‘বাড়ির ছোটরা আতঙ্কে ভুগছে৷ এর থেকে যদি কোনও অসুখ ছড়ায় , তা হলে কী হবে ?’শহরের চিকিত্সকেরা বলছেন , ‘এই ছাই থেকে শ্বাসকষ্ট বা হাঁপানি হতেই পারে৷ পরিবেশকর্মী বিশ্বজিত্বাবু জানান , শীতকালের আবহাওয়া ভারী হওয়ার কারণেও ছাই উড়ে আসতে পারে৷ পুরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায় বলেন , ‘আমিও বিষয়টি শুনেছি৷ পুরসভার অফিসরাদের খোঁজ নিতে বলেছি৷

No comments:

Post a Comment