Thursday 11 December 2014

৫ কেজির গ্যাস সিলিন্ডারেও ভতুর্কি


 http://www.thehindu.com/multimedia/dynamic/00220/18THLPG_PHOTO_220746e.jpg
 পাঁচ কেজির রান্নার গ্যাসও ভর্তুকি দিয়ে বিক্রি শুরু করেছে তেল বিপণন সংস্থাগুলি৷ গ্রাহকরা বছরে ৩৪টি পাঁচ কেজির রান্নার গ্যাস ভর্তুকিযুক্ত দরে পাবেন৷ তবে , বছরের শুরুতেই সংশ্লিষ্ট গ্রাহককে জানাতে হবে তিনি ১৪ .২ কেজির ১২টি সিলিন্ডার না ৫ কেজির ৩৪টি সিলিন্ডার ভর্তুকিযুক্ত দরে পেতে চান৷ বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধমেন্দ্র প্রধান জানান , ‘গ্রাহকরা ভর্তুকিযুক্ত দরে বছরে ৩৪টি পাঁচ কেজির সিলিন্ডার পাবেন৷ তার থেকে বেশি গ্যাসের প্রয়োজন হলে তা খোলা বাজারের দরে কিনতে হবে৷ ’ ১৪ .২ কেজির সিলিন্ডারের মতোই রান্নার গ্যাসের ডিলার /ডিস্ট্রিবিউটরদের কাছে পাঁচ কেজির ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাওয়া যাবে৷ প্রধান বলেন , ‘রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি ইতিমধ্যেই ভর্তুকিযুক্ত পাঁচ কেজির রান্নার গ্যাস বিক্রি শুরু করেছে৷ ’ তবে , ভর্তুকিযুক্ত দরে পাঁচ কেজির সিলিন্ডার পেতে গ্রাহকদের আগাম বুকিং করতে হবে না৷ তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে , প্রতি কেজি রান্নার গ্যাসে ৪০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক৷ এর মধ্যে ২০ টাকা সরকারের বাজেট তহবিল থেকে আসবে , বাকি ভর্তুকির ভার তেল উত্পাদনকারী সংস্থাগুলি বহন করবে৷ কলকাতায় গ্রাহকরা এখন পর্যন্ত ১৪ .২ কেজির রান্নার গ্যাস ৪১৯ টাকায় (ভর্তুকিযুক্ত দরে ) পান৷ এ বার থেকে পাঁচ কেজির রান্নার গ্যাস ১৫৭ টাকায় (আনুমানিক ভর্তুকিযুক্ত দর ) পাবেন৷ এ বিষয়ে ইন্ডিয়ান অয়েলের এক আধিকারিক জানান , ‘এই প্রকল্প নতুন নয়৷ ২০০৩ সালে হিমাচল প্রদেশে এই প্রকল্প শুরু হয়েছিল৷ কলকাতায় ২০০৫ /০৬ সাল থেকে এই প্রকল্প চালু রয়েছে৷ কিন্ত্ত , ভালো সাড়া মেলেনি৷ তাছাড়া , কোনও গ্রাহক বছরের শুরুতেই সিলিন্ডার নিয়ে তাঁর পছন্দের কথা জানালেও তা বাস্তবায়িত করা সহজ নয়৷ প্রতি ক্ষেত্রেই সংশ্লিষ্ট গ্রাহকের কনজিউমার নম্বর ও সিকিওরিটি ডিপোজিট বদলাতে হবে৷ ডিলারদের কাছে প্রচুর পাঁচ কেজির সিলিন্ডার পড়ে রয়েছে৷ কেউ নেয় না৷

No comments:

Post a Comment