Sunday 7 December 2014

নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের অ্যাপ

 http://cdn.slashgear.com/wp-content/uploads/2014/12/deviceAssistGoogle-820x420.jpg
প্রথমবারের জন্য যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাদের কথা মাথায় রেখে একটি নতুন অ্যাপ এনেছে গুগল। Device Assist নামের অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করার পাশাপাশি ফোনে থাকা সকল ফিচার সঠিকভাবে ব্যবহারের দিকনির্দেশনাও পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ফোন কার্যকরভাবে ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অ্যাপটি। ফোনের বিভিন্ন ছোটখাটো সমস্যা যেমন- ব্যাটারি, কানেক্টিভিটি সমস্যা এবং জিপিএস সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান পাওয়া যাবে এতে।
এছাড়া নেক্সাস ডিভাইস এবং গুগল প্লে এডিশনের ডিভাইসের জন্য এতে রয়েছে লাইভ গুগল সাপোর্টের ব্যবস্থা।

No comments:

Post a Comment