Sunday 7 December 2014

ভারতে অপেরার লক্ষ্য ১০ কোটি ব্যবহারকারী

 http://cdn.slashgear.com/wp-content/uploads/2013/02/Opera-Logo.png
ভারতে অপেরা মোবাইল ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে গত মাসে। আর এবার প্রতিষ্ঠানটি ভারতে ১০০ কোটি ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লার্স বয়েলেসেন এই তথ্য জানিয়েছেন।
স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের পরিমাণও। আর এই সুযোগটিকেই কাজে লাগাতে আগ্রহী অপেরা।
সাক্ষাৎকারে বয়েলেসেন জানান, "যত দ্রুত সম্ভব আমাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধি করে ১০ কোটিতে পরিণত করতে হবে। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।" তিনি আরও জানান, ভারতে বর্তমানে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের তালিকায় তৃতীয় স্থানে আছে অপেরা ব্রাউজার।
বিভিন্ন উন্নয়নশীল দেশে অপেরা মিনি ব্রাউজার বেশ জনপ্রিয়। ডেটা কমপ্রেস করার মাধ্যমে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় করা সম্ভব ব্রাউজারটিতে।

No comments:

Post a Comment