Sunday 7 December 2014

মোটোরোলা নিয়ে আসবে নতুন মোটো-ই হ্যান্ডসেট

 http://www.mobileacid.com/wp-content/wallpapers/2014/09/moto-e-2nd-gen-moto-e-2-release-date.png
এই বছরের শুরুর দিকে মোটো-ই অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রবর্তনের মাধ্যমে বাজার দখল করে নিয়েছেলো মোটোরোলা। আর হ্যান্ডসেটটি নিয়ে আসার মাত্র ৬ মাস পরেই দ্বিতীয় প্রজন্মের মটো-ই হ্যান্ডসেটের সাথে পরিচয় করিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে।
গ্রিক ওয়েবসাইট মোবাইলবার্ন রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা শীঘ্রই দ্বিতীয় প্রজন্মের আপডেট মোটো-ই বাজেট স্মার্টফোন চালু করবে। যদিও উন্মোচনের কোন তারিখ উল্লেখ করা হয়নি এখন পর্যন্ত। কিন্তু ধারণা করা যায়, হ্যান্ডসেটটি আগামী বছরের প্রথম চতুর্থাংশে পাওয়া যেতে পারে।
মোটো-ই হ্যান্ডসেটে ৪.৩ ইঞ্চি ডিসপ্লেতে থাকবে ১.২ গিগাহার্জ স্নাপড্রাগন চিপসেট এবং ১জিবি র‍্যাম।
আশা করা হয়, নতুন মোটো-ই হ্যান্ডসেটটি একটা সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হতে পারে সর্বসাধারনের জন্য।

No comments:

Post a Comment