Saturday, 13 December 2014

কালো টাকার প্রথম পরিসংখ্যান


নয়াদিল্লি : এত দিন আশ্বাসই ছিল সার , এই প্রথম কালো টাকা নিয়ে পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় সরকার৷ কালো টাকা উদ্ধারের জন্য সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট ) সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করেছে৷ শুক্রবার সেই রিপোর্টেরই অংশবিশেষ প্রকাশ করল কেন্দ্র৷ তাতে জানা গিয়েছে , সুইস ব্যাঙ্কে ৩৩৯ জন ভারতীয়ের মোট ৪ ,৪৭৯ কোটি টাকা রয়েছে৷ তবে , দেশের অভ্যন্তরে কালো টাকার পরিমাণ আরও বেশি৷ দেশের ভিতরে প্রায় ১৪ ,৯৫৮ কোটি কালো টাকার খোঁজ মিলেছে৷
তবে , শুধু কালো টাকার হিসেব পেশ নয় , কর ফাঁকি নিয়ে নতুন আইন আনার প্রস্তাবও দিয়েছে সিট৷ তাদের ১৩টি প্রস্তাবের মধ্যে গুরুত্ব পেয়েছে কালো টাকা নিয়ন্ত্রণের বিষয়টিও৷ প্রস্তাব , নগদ টাকা সঙ্গে রাখা ও তা নিয়ে সফরের ক্ষেত্রে ১০ -১৫ লক্ষ টাকার ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়া হোক৷ এইচএসবিসি -র জেনেভা শাখায় অ্যাকাউন্ট রয়েছে এমন ৬২৮ জন ভারতীয়ের নাম সিটের হাতে এসেছিল৷ সিট জানিয়েছে , তাঁর মধ্যে ২০১ জনের খোঁজ পাওয়া সম্ভব হচ্ছে না৷ ফলে ৪২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ সেক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে ৭৯ জনের বিরুদ্ধে৷
http://indiaopines.com/wp-content/uploads/2014/10/black-money.jpg
অন্য দিকে , এ দিনই বিজেপি সভাপতি অমিত শাহ বলেন , ‘কালো টাকা উদ্ধারের লক্ষ্যে সরকার ঠিক পথেই এগোচ্ছে৷ একটু সময় দিন , আমরা কালো টাকা ফিরিয়ে আনবই৷ গত তিন বছরে সিট গঠন হয়নি , আমরা তা করেছি৷ কালো টাকার এখন আন্তর্জাতিক সমস্যার বিষয়৷ ’৷ ei samay

No comments:

Post a Comment