Saturday, 13 December 2014

হ্যাম রেডিয়োয় আবহাওয়া বার্তা, পরিকল্পনা দিঘায়


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiitkDShDwYpUZHVv3po5-ytFJ5lbAZcIE95dsRP5HaAolAQZPyx2q-mOSjM-MI3X2qFtjPue3vvD8Evg9DHkoHUumBOT68LL-_EygEf1loH-5ORZO5cDYcwvc6hrOPiq2eAvE0KE-89Dg/s1600/IMG_4021.JPGদিঘা : প্রাকৃতিক বিপর্যয়ের সময় এ বার থেকে উপকূল এলাকার মত্স্যজীবীদের জন্য হ্যাম রেডিয়ো ব্যবহারের উদ্যোগ নিতে চলেছে রাজ্য মত্স্য দন্তর৷ এত দিন পর্যন্ত অ্যামেচার এই রেডিয়ো মাধ্যমটি শুধু মাত্র শখে কিংবা বড় ধরনের বিপর্যয়ের সময় ব্যবহার করা হত৷ এ বার মত্স্যজীবীদের কাছে সময়মতো আবহাওয়ার খবর পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে এই রেডিয়ো ব্যবহারের বিষয়ে চিন্তা -ভাবনা শুরু করেছে দিল্লির মৌসম ভবন ও রাজ্য মত্স্য দন্তর৷ শুক্রবার দিঘায় মত্স্যজীবী , মত্স্য বিশেষজ্ঞ ও আবহাওয়াবিদদের এক সভায় হ্যাম রেডিয়োকে আবহাওয়ার খবর সম্প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়৷ এ দিনের এই সভায় পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার মত্স্যজীবী সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন৷ এত দিন পর্যন্ত উপকূলবাসী মত্স্যজীবীদের কাছে আবহাওয়ার খবর পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম ছিল রেডিয়ো৷ কিন্ত্ত এর পর মত্স্যজীবীদের কাছে বিপর্যয়ের বার্তা পৌঁছে দিতে ওয়ারলেস ও ডিএটি ব্যবহার হলেও তা ততটা কার্যকরী হতে পারেনি৷ মৌসম ভবন থেকে ৩ -৪ দিন আগে সাইক্লোনের খবর দেওয়া হলেও সঠিক যোগাযোগের অভাবে তা সবসময় মত্স্যজীবীদের কাছে পৌঁছয় না৷ আবার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবহাওয়ার সঙ্কেত পেতে ভরসা করতে হয় বাংলাদেশের বেতারের ওপর৷ কারণ ভারতের বেতার তরঙ্গ দুর্বল হওয়ায় তা গভীর সমুদ্রে মত্স্যজীবীদের কাছে পৌঁছতে পারে না৷ বিশেষজ্ঞদের পরামর্শ, এ জন্য হ্যাম রেডিয়োই নির্ভরযোগ্য মাধ্যম৷
কিন্ত্ত সরকারি বিধি -নিষেধের গেরোয় হ্যাম রেডিয়ো কতটা কার্যকরী হবে , তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে মত্স্যজীবী সকলেই৷ কারণ হ্যাম রেডিয়ো ব্যবহারের জন্য ভারত সরকারের সম্প্রচার মন্ত্রকের এবং রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন৷ এ দিনের সভায় মৌসম ভবনের উপ -মহানির্দেশক দেবেন্দ্র প্রধান বলেন , ‘ভারতীয় রেডিয়ো তরঙ্গ মত্স্যজীবীদের কাছে যাতে সহজে পৌঁছয় , তার জন্য মৌসম দন্তর আকাশবাণী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাবে৷ ’দিঘার সেমিনারে হ্যাম রেডিওর কার্যকারিতা বোঝাচ্ছেন এক স্বেচ্ছাসেবী --- সোমনাথ মাইতি৷
 ei samay

No comments:

Post a Comment