Saturday, 20 December 2014

নাম পাল্টে করা যাবে ট্রেনযাত্রা

২৪ ঘণ্টা আগে করতে হবে লিখিত আবেদন , নয়া সিদ্ধান্ত রেলের


কসবার সিদ্ধার্থ রায় দিল্লিতে নিকটাত্মীয়ের বিয়েতে হাজির থাকার জন্য পূর্ব এক্সপ্রেসে স্লিপার ক্লাসে টিকিট বুক করেছিলেন অনেক আগেই৷ হঠাত্ রওনা দেওয়ার দু’দিন আগে অফিসের বস জানালেন , ওই সময় টানা দু’দিন জরুরি মিটিঁং -এ তাঁকে থাকতেই হবে৷ তা হলে বাড়ি থেকে আর কে যাবে দিল্লি ? অথচ সেখানে কেউ না গেলেই নয়৷ ভাই ব্যবসার কাজে ব্যস্ত৷ বাবারও বয়স হয়েছে৷ সব শুনে ভাই বলল , সে দিন দুয়েকের ছুটি ম্যানেজ করতে পারবে৷ কিন্ত্ত শেষ মুহূর্তে টিকিট পাবে কোথায় ? বেশি টাকা খরচ করার মতো অবস্থাও নেই তাদের৷
http://www.ranklogos.com/wp-content/uploads/2012/08/Indian-Railway_Logo1.jpgঅথৈ জলে পড়েছিলেন হাওড়ার সৈকত দত্ত৷ অসুস্থ শ্বশুরকে নিয়ে শ্যালক ভেলোর গিয়েছে৷ চারদিন পর তিনিও সেখানে যাবেন বলে শ্যালককে আশ্বস্ত করেছিলেন৷ সেইমতো ট্রেনে টিকিট রিজার্ভ করেছিলেন৷ কিন্ত্ত যাওয়ার দু’দিন আগে জ্বরে পড়লেন৷ অফিসে ছুটি নিয়ে তার স্ত্রী বাবার কাছে যাওয়ার জন্য টিকিট জোগাড় করতে গিয়ে খালি হাতে ফিরলেন৷
এ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়৷ রেলে টিকিট বুক করে অনেককেই শেষ মুহূর্তে নানা কারণে তা বাতিল করতে হয়৷ অথচ অফিস বা পারিবারিক কারণে তাদের দিল্লি , ভেলোর বা অন্য কোন গন্তব্যে অবশ্যই যাওয়া উচিত ছিল৷ কোনও সহকর্মী বা পরিবারের কেউ যেতে চাইলেও টিকিট নেই৷ যাত্রীদের এই সমস্যা মেটাতে এবার নতুন সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক৷ এর পর এই ধরনের সমস্যায় পড়লে যাত্রীরা তাদের নামে সংরক্ষিত টিকিট পরিবারের অন্যের নামে পরিবর্তন করতে পারবেন৷ সেক্ষেত্রে দু’জনের মধ্যে রক্তের সম্পর্ক থাকতে হবে৷ অর্থাত্ যাঁর নামে আসন সংরক্ষিত আছে , সেই টিকিটে নাম পরিবর্তন করে বাবা , মা , ভাই , বোন , ছেলে , মেয়ে , স্বামী বা স্ত্রী সফর করতে পারবেন৷ ভারতীয় রেলের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞন্তিও দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে , গুরুত্বপূর্ণ স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজারকেই এ ব্যাপারে চড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে রেল প্রশাসন৷
বিজ্ঞন্তি অনুযায়ী , যাত্রী যদি সরকারি কর্মচারী হন , অফিসের কাজে কোথাও যাওয়ার জন্য টিকিট বুক করে পরে তা সহকর্মীর নামে পরিবর্তন করতে পারবেন৷ তবে সেক্ষেত্রে ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা ওই যাত্রীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে রেল প্রশাসনের কাছে লিখিত আবেদন করতে হবে৷ সাধারণ যাত্রীকেও একই নিয়ম মানতে হবে৷ ছাত্রছাত্রীর গ্রুপ , ম্যারেজ পার্টি বা এনসিসি দলের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা গ্রুপের প্রধানকে ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে রেলের সংশ্লিষ্ট দন্তরের আধিকারিককে নির্দিষ্ট সদস্যের নাম পরিবর্তনের জন্য আবেদন করতে হবে৷ তবে একবার আবেদনের পর আর আবেদন করা যাবে না৷ আর গ্রুপের ক্ষেত্রে ১০ শতাংশ সদস্যের বেশি নাম বদলানো যাবে না৷ রেল বিভাগের ডিআইজি (পিআর ) অনিল সাক্সেনা শুক্রবার দিল্লি থেকে ফোনে বলেন , ‘যাত্রীদের সমস্যার কথা ভেবেই এই ব্যবস্থা চালু হয়েছে৷ নাম পরিবর্তনের কাজ বেশ কিছুকাল আগে শুরু হলেও সাধারণ মানুষ হয়তো জানে না৷ তবে নাম পরিবর্তনের সব আবেদনই অবশ্য স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজারের বিবেচনার উপর নির্ভর করবে৷

No comments:

Post a Comment