Tuesday, 16 December 2014

ইংরেজি নয়, গুগলের বিজ্ঞাপন দেয়া যাবে হিন্দিতে

ইংরেজি নয়, এবার থেকে হিন্দিতেই গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন বিজ্ঞাপনদাতারা৷ আজ সোমবার থেকেই এই সুবিধা পাওয়া যাবে বলে গুগলের তরফে জানানো হয়েছে৷ চলতি বছরের নভেম্বর মাসে গুগলের তরফে ঘোষনা করা হয়েছিল ভারতের আঞ্চলিক ভাষাকে খুব তাড়াতাড়ি গুগলের বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা যাবে৷
http://trak.in/wp-content/uploads/2014/12/Google-Hindi-Ads.jpgতারপরই তাদের এই পদক্ষেপ৷ গুগলের তরফে আরও জানানো হয়েছে ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাকেও খুব শীঘ্র গুগলের বিজ্ঞাপনে অন্তভুক্ত করা হবে৷
প্রসঙ্গত, বিশ্বে ৫০০ মিলিয়ন লোক হিন্দিতে কথা বলেন৷

No comments:

Post a Comment