Thursday 11 December 2014

ভারতে নিষিদ্ধ অ্যাপেলের চিনা ভাই শিয়াওমি

http://cdn0.soyacincau.com/wp-content/uploads/2014/05/140509-xiaomi-mi-3-malaysia-unboxed-02.jpg
নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা নিয়ে আগেই অ্যাপেলের চিনা ভাই শিয়াওমিকে নিয়ে প্রশ্ন উঠেছিল৷ তবে এবার এই চিনা ফোন ভারতে বিক্রি নিষিদ্ধ করেদিল দিল্লি আদালত৷ বুধবার শিয়াওমি কোম্পানিকে ভারতের বাজারেই মোবাইল বিক্রি বন্ধের নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট৷ এমনকি ওই কোম্পানির মোবাইল ভারতে আমদানিও করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে দিল্লি উচ্চ আদালত৷
শিয়াওমি’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল এরিকসন ইন্ডিয়া৷ সেই মামলার শুনানিতেই এদিন শিয়াওমি মোবাইলের বিক্রি ও আমদানির উপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে দিল্লির উচ্চ আদালত৷ এদিন শুনানিতে বিচারক জানান, শিয়াওমির বিরুদ্ধে স্বত্ব আইন লঙ্ঘন করার মত গুরুতর অভিযোগ উঠেছে৷ এই কারণেই এই ফোন বিক্রি ও আমদানির উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷ এই কোম্পানির সম্পর্কে যাবতীয় তথ্য খতিয়ে দেখে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে৷
যদিও দিল্লি উচ্চ আদালতের এই নির্দেশে খানিকটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷  ভারতে বিক্রিত শিয়াওমির সমস্ত ডিভাইয়ের উপর এই নির্দেশ লাগু হবে নাকি কেবল যেগুলির বিরুদ্ধে স্বত্ব লঙ্ঘনের অভিযোগ উঠেছে সেগুলির উপর লাগু হবে এই বিষয়টি এখনও স্পষ্ট নয়৷

No comments:

Post a Comment