Thursday 11 December 2014

মার্কিন এফ-৩৫ বিমানকে ধ্বংসকরতে সক্ষম চিন

 http://www.kamov.net/wp-content/uploads/2012/10/Shenyang-J-31.jpg
বেজিং: মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানকে আকাশ থেকে গুলি করে ধ্বংস করতে পারবে চিনা স্টিল্থ জঙ্গিবিমান জে-৩১৷ এমনই তথ্য জানিয়েছে জে-৩১ বিমান নির্মাণকারী কোম্পানি এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না৷
কোম্পানির সভাপতি লিন জুয়োমিং জানিয়েছেন, চিনা বিমান জে-৩১ আশাকে উড়তে যখন সক্ষম হয়েছে তখন এটি মার্কিন বিমান এফ-৩৫কেও ধ্বংস করতে পারবে৷ তিনি জানান, এভিআইসি  আমেরিকার সঙ্গে প্রতিয়োগিতা করতে চায়৷ বিশেষ করে যেসমস্ত দেশ মার্কিন মুলুকের এই অত্যাধুনিক বিমান কিনতে সক্ষম নয় বা যে সমস্ত দেশে আমেরিকা সামরিক সরঞ্জাম বিক্রি করেনা সেসব দেশে এই নয়া জঙ্গিবিমান বিক্রি করার পরিকল্পনা করছে বেজিং৷ লিন আরও জানান, গোটা বিশ্বকে ভারসাম্যপূর্ণ হতে হবে৷
জে-৩১ চিনে তৈরি দ্বিতীয় স্টিল্থ জঙ্গিবিমান৷ এ সম্পর্কে মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনে জানিয়েছেন, এই জঙ্গিবিমান চিনের হামলা এবং আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে৷
অন্যদিকে, মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ জঙ্গিবিমান আকাশে ওড়ার পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে৷ এছাড়াও, গত মে মাসের এক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন এফ-৩৫ বিমান চিন ও রাশিয়ার রাডার ফাঁকি দিতে সক্ষম নয়৷

No comments:

Post a Comment