Thursday 11 December 2014

ভগবানের কাছে চিঠি পৌঁছয় যে পোস্ট অফিস

 God
সে এক অদ্ভুত পোস্ট অফিস। যাদের অন্যতম কাজ ভগবানের কাছে চিঠি পৌঁছে দেওয়া।কেরলের সবরিমালা পর্বতের একটি বিখ্যাত মন্দিরের কাছে রয়েছে এই পোস্ট অফিস। এটি দেশের একমাত্র পোস্ট অফিস যা সারা বছর কাজ করে না। যখন থেকে এখানকার আয়াপ্পা মন্দিরে তীর্থযাত্রী আগমন শুরু হয় , তখন খোলে এই পোস্ট অফিস। নভেম্বরেই শুরু হয় তীর্থযাত্রী আগমন। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সরগরম থাকে এলাকা। এই সময়ে সপ্তাহে ছদিন ১২ ঘণ্টা করে খোলা থাকে এই পোস্ট অফিস। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলে কাজ। সেখানে কাজ করেন ছজন কর্মী। জি প্রকাশ নামে ২৩ বছরের এক যুবকের নেতৃত্বেই চলে এই অফিসের কাজ। জি প্রকাশ জানিয়েছেন, তিনি ভগবান আয়াপ্পার একজন বড় ভক্ত। এই পোস্ট অফিসে মূলত এসে জমা হয় ভগবানের উদ্দেশে লেখা বিভিন্ন চিঠি। কখনও বিয়ের নিমন্ত্রণের কার্ড কিংবা নতুন দোকান খোলার নিমন্ত্রনপত্র এসে  জমা হয় এখানকার লেটার বক্সে। তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে আসে এইসব চিঠি। 
http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e5/India_map_kerala.png
কর্মীরা জানিয়েছেন, বেশির ভাগ দিন সকালে তাঁরা লেটা বক্সের ভিতর থেকে পান প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড। পুলিশ জানিয়েছে,  কারও ওয়ালেট চুরি করার পর চোরেরা টাকা পয়সা বের করে নিয়ে এগুলি এই লেটার বক্সে দিয়ে যায়। চলতি মরশুমে এখনও পর্যন্ত ২০ টি প্যান কার্ড পাঠানো হয়েছ ইনকাম ট্যাক্স অফিসে। পাম্বা থেকে পায়ে হাঁটা রাস্তায় পৌঁছনো যায় এই মন্দিরে। প্রত্যেক বছর প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ মানুষ আসেন এই মন্দির দর্শনে। এদের মধ্যে অনেকেই এই পোস্ট অফিসে এসে খাম নিয়ে চিঠি লিখে ভগবানের উদ্দেশে পোস্ট করে দেয়। কর্মীরা পায়ে হেঁটে সেই সব চিঠি দিয়ে আসে আয়াপ্পা মন্দিরে। এখানে কাজ করে খুশিতেই থাকেন কর্মীরা।

No comments:

Post a Comment