Thursday 11 December 2014

পোস্ট করার আগে বিপদ সংকেত দেবে ফেসবুক

http://pesosandsense.com/wp-content/uploads/2013/07/Facebook-Warning.jpg
ফেসবুক নামের সোশ্যাল সাইটে ছবি পোস্ট করা এখন নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে৷বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, লুকিয়ে ডিস্কোয় যাওয়া হোক বা গার্লফ্রেন্ডের সঙ্গে কাটান একান্ত সময়ের ছবি, এই সবগুলিই আমরা পোস্ট করে থাকি ফেসবুকে৷অনেক সময় ঝোঁকের মাথায় করা পোস্টগুলি থেকে বিপত্তি দেখা যায়৷ ফেসবুকে থাকা আমাদের পরিজনেরা বা আত্মীয়রা যদি দেখে ফেলেন এই সব ছবি তাহলে তো কথাই নেই, ঘর জুড়ে তোলপাড়৷ সেই বিপদ থেকে মুক্তি পেতে ফেসবুক আনতে চলেছে এক অভিনব ফিচার৷ এই ফিচারটির বিশেষ সুবিধা হল এবার কোনও ছবি পোস্ট করার আগে ফেসবুক আপনাকে জানাবে সতর্কবার্তা৷ ফেসবুক এই বিশেষ ফিচারের টুলটি আপনাকে জানাবে আপনার পোস্ট করা ছবিটি আপনার আত্মীয় ও অফিসের বন্ধুরাও দেখতে পারেন৷ এই সতর্কবার্তা দেওয়ার পরও আপনি পোস্ট বটনে ক্লিক করলে তবেই ছবিটি পোস্ট হবে আপনার প্রোফাইলে৷ বৃহস্পতিবার ফেসবুক রিসার্চ ল্যাবের অন্যতম কর্ণধার ইয়ান সেকুইন জানিয়েছেন গ্রাহকদের নিরাপত্তা এবং নিজস্ব গোপনীয়তা বজায় রাখার জন্যই এই বিশেষ অ্যাপটি বাজারে আনা হচ্ছে৷এর ফলে ছবি পোস্ট করার আগে তাদের একবারের জন্য ভাবতে হবে ওই ছবিটি পোস্ট করা যাবে কিনা বা করলে কোনও অসুবিধা হতে পারে কিনা৷

No comments:

Post a Comment