Thursday 25 December 2014

থ্রিডি প্রিন্টিং এর পর এবার আসছে ফোরডি প্রিন্টিং


“ফোরডি প্রিন্টিং” পদ্ধতিটি ব্যবহার করে গবেষকেরা এমন ধরণের কাঠামো তৈরি করতে পারবেন যা সময়ের সাথে নিজের আকৃতি পরিবর্তন করতে সক্ষম হবে।বর্তমানে অনেক উপাদান ব্যবহার করা হয় থ্রিডি প্রিন্টিং এর ক্ষেত্রে। এর মাঝে রয়েছে প্লাস্টিক, সিরামিক, কাঁচ, ধাতু এমনকি চকলেট এবং জীবকোষ। থ্রিডি প্রিন্টিং মেশিন কাজ করে অনেকটা সাধারণ প্রিন্টারের মতই তবে থ্রিডি প্রিন্টার একের ওপর এক উপাদানের স্তর দিয়ে তৈরি করতে পারে ত্রিমাত্রিক অবয়ব। পশ্চিমা বিশ্বে এই প্রযুক্তি অনেকটাই সহজলভ্য এখন। এর সাহায্যে তৈরি করা হচ্ছে খেলনা, ঘরোয়া তৈজসপত্র, যন্ত্রপাতি ইত্যাদি।থ্রিডি প্রিন্টিং এর পর এক ধাপ অগ্রসর হয়ে এবার ফোরডি প্রিন্টিং এর সুচনা হতে চলেছে। এক্ষেত্রে থ্রিডি প্রিন্ট করা বস্তু সময়ের সাথে পাল্টাতে পারবে তাদের আকৃতি। Scientific Reports জারনালে প্রকাশিত এই গবেষণায় দেখা যায়, দুইটি ভিন্ন ধরণের উপাদান ব্যবহার করা গেলে এ কাজটি করা সম্ভব হয়। এক্ষেত্রে একটি উপাদান ছিলো শক্ত প্লাস্টিক, যা প্রিন্ট করার পর নিজের আকৃতি বজায় রাখতে সক্ষম। অন্য উপাদানটি ছিলো পানি শোষণ করতে সক্ষম এক পদার্থ যা পানিতে ডোবালে দ্বিগুন আকার ধারণ করে। ১৫ ইঞ্চি বাই ১৫ ইঞ্চির এক বর্গাকার ছকের আকারে প্রিন্ট করা হয় এই বস্তুটি। কিন্তু পানিতে ডোবানোর পর বর্গাকার এই বস্তুর পানি শোষক উপাদানের কারণে তার আকৃতি পরিবর্তিত হয়ে যায়।গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে এই ফোরডি প্রিন্টিং ব্যবহার করে মেডিক্যাল ইমপ্ল্যান্ত থেকে শুরু করে গৃহস্থালি পণ্য পর্যন্ত সবই তৈরি করা সম্ভব হবে। যেহেতু এটি পরিস্থিতির সাথে আকৃতি পরিবর্তন করতে সক্ষম সুতরাং পরিধেয় তৈরি করতেও তা কাজে লাগবে।গবেষকেরা এখন চেষ্টা করছেন ফোরডি প্রিন্টিং এর মাধ্যমে অনেক বড় এবং অতিক্ষুদ্র আকৃতির বস্তু তৈরি করতে। কারণ শরীরের অভ্যন্তরে ব্যবহারের জন্য বস্তুগুলো হতে হবে ১০-১০০ গুন ছোট, আর ঘরবাড়িতে ব্যবহারের পণ্যগুলো হতে হবে ১০ গুন বড়।তবে এভাবে ফোরডি প্রিন্ট করা বস্তুর মান উন্নয়নে আরও গবেষণার অবকাশ রয়েছে। এই গবেষণায় তৈরি করা বস্তুটি মাত্র কয়েকবার ভেজা-শুকানোর পরই নষ্ট হয়ে যায়। আর আর্দ্রতা ছাড়াও অন্যান্য প্রভাবক যেমন তাপমাত্রা এবং আলোর উপস্থিতিতে পরিবর্তিত হতে পারে এমন বস্তুও তৈরি করতে চান তারা।(মূল: Charles Q. Choi, Live Science)

No comments:

Post a Comment