Friday 19 December 2014

ললিপপ আপডেট


http://pic.youmobile.org/imgcdn/galaxy_s5_lollipop_update.jpgঅ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের প্রথম আপডেট ছাড়তে যাচ্ছে গুগল। আগামী বছরের শুরুতেই গুগল তাদের জনপ্রিয় অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ললিপপের আপডেট ৫.১ উন্মুক্ত করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
ললিপপের আপডেট সংস্করণে নোটিফিকেশন, সংযোগ প্রভৃতি বিষয়গুলোকে আরও উন্নত করবে গুগল। এ ছাড়াও বেশ কিছু বাগ বা সফটওয়্যার ত্রুটিও দূর হবে। ললিপপ ইনস্টলে ফোন থেকে সাইলেন্ট মোড ফিচারটি গায়েব হয়ে যায়। আপডেট সংস্করণে সেটিও ঠিক হয়ে যাবে।
এ বছরের অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ললিপপ উন্মুক্ত করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল গুগল।

No comments:

Post a Comment