জনপ্রিয় স্মার্টফোন নেক্সাস৫-এর উৎপাদন বন্ধ করে দিচ্ছে গুগল। আগামী বছরের প্রথম প্রান্তিকের পর থেকেই নেক্সাস৫ আর পাওয়া যাবে না। গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০১৩ সালের এই পণ্য আর উৎপাদন করবে না গুগল।
গুগলের মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারকে জানিয়েছেন, ‘একবার যা গেছে তা গেছে। ক্রেতাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে, যতক্ষণ বাজারে আছে, ততক্ষণ কিনে নাও।’ এর অর্থ দাঁড়াচ্ছে, গুগল আর নেক্সাস৫ বাজারে ছাড়বে না।
গুগল প্লে স্টোর ও নির্দিষ্ট কিছু রিটেইলারের কাছ থেকে আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত নেক্সাস৫ পাওয়া যাবে। দ্য ভার্জকে এ বিষয়টি ইমেইলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
গুগলের জনপ্রিয় এই স্মার্টফোনে রয়েছে ৪.৯৫ ইঞ্চি মাপের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ২.২৬ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম, পেছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ব্যাটারি রয়েছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের।
No comments:
Post a Comment