Saturday 13 December 2014

মন্ত্রিসভা বৈঠকে হল সমুদ্র বন্দরের সিদ্ধান্ত


 https://c2.staticflickr.com/8/7169/6574476969_1a41f2b4e4.jpg
সাগরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার সিদ্ধান্ত পাকা হল শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এ দিন সেটির নাম দেওয়া হয়েছে ভোর সাগর বন্দর৷ পাশাপাশি , কার্শিয়াঙে বেসরকারি উদ্যোগে মেডিক্যাল কলেজ গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন , ‘রাজ্যে নটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে৷ তার মধ্যে চারটি বেসরকারি উদ্যোগে৷ ’ অন্যদিকে , সামাজিক শক্তিকরণের উদ্দেশ্যে ঝা .ডুদার পদটির নয়া নামকরণ করা হল কর্মবন্ধু৷মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান , নটি নয়া শহরাঞ্চলের নামকরণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে এদিন৷ অন্ডালের টাউনশিপের নাম গোল্ডেন সিটি , বানতলার চর্মনগরী ও তথ্য প্রযুক্তি শিল্পের এলাকার নাম সেক্টর ছয় , দুর্গাপুরের নয়া শহরাঞ্চল সিলভার সিটি , বোলপুরের ১৮০ একর জমির শহরাঞ্চলের নাম নোবেল সিটি (এর মধ্যে ৫০ একর জমি ক্ষুদ্র শিল্পের বিকাশে চিহ্নিত ), কল্যাণীতে ট্রিপল আইটি -সহ শিক্ষাঞ্চল নলেজ সিটি এবং শিলিগুড়িতে সানরাইজ সিটি৷ ফিরহাদ জানিয়েছেন , এই ক্ষেত্রে টাউনশিপ পলিসিও গৃহীত হয়েছে৷ নির্ধারিত ওই নীতি অনুযায়ী , ৪০ শতাংশ খোলা জায়গা থাকবে ওই শহরে৷ ২৫ শতাংশ জমিতে দুর্বলতর শ্রেণির মানুষের জন্য আবাসন গড়ে তা সরকারের মাধ্যমে বিতরিত হবে৷ এ দিন সাংবাদিকদের পক্ষ থেকে পার্থবাবুদের বলা হয় রাজ্য সরকার যেন নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করে৷ মন্ত্রীরা বলেন , ‘দেখছি৷ ’৷
ei samay

No comments:

Post a Comment