Saturday 20 December 2014

isl final: স্পেন বনাম ইংল্যান্ডের ছায়া ফাইনালে


অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ■ মুম্বইকাঁচ দিয়ে ঘেরা রুফ টপের সামনে দু’হাত বাড়িয়ে দাঁড়ালে , মনে হবে , সাগর ডাকছে , আয় -আয় -আয় ! প্রেস কনফারেন্স ছেড়ে বেরনোর মুখে আচমকা দাঁড়িয়ে গেলেন ডেভিড জেমস৷ সামনের নীল জলের দিকে তাকিয়ে বলে উঠলেন , ‘ওহ ! এক্সেলেন্ট !’ মনে হল , নিলামে নিজের সর্বস্ব খুইয়ে ফেলা মানুষটা হয়তো এক মুহূর্তের জন্য হলেও ভুললেন সব যন্ত্রণা !সে দিকে তাকিয়ে আন্তনিও আবাসও কি খঁুজে পেলেন , ফিকরু বিতর্ক সরিয়ে নতুন দিনের আলো ?আরব সাগরের কোল ঘেঁষে , ৩৪ তলার সুসজ্জিত সেই রুফ টপে পাশাপাশি বসে ছিলেন কেরালার ডেভিড জেমস এবং ইয়ান হিউম৷ মাঝখানে বিশাল ট্রফিটা রাখা৷ ব াঁদিকের দুটো চেয়ারে কলকাতার লুইস গার্সিয়া এবং আন্তনিও আবাস৷
হঠাত্ মনে হল , আচ্ছা , এটা যদি জেমস -আবাস না হলে রয় হজসন এবং দেল বস্কের প্রেস কনেফারেন্স হত ! অথবা মুখোমুখি হতেন লুই ফান হাল এবং লুইস এনরিকে ! ভাবনার পাখি ডালপালা মেললে আইএসএল ফাইনাল তো এক রকম ইংল্যান্ড -স্পেনেরই লড়াই৷
কলকাতা টিমটার দিকে তাকিয়ে দেখুন৷ স্প্যানিশ ফুটবলারের তালিকা লম্বা৷ কোচও তাই৷
কেরালায় তো আবার টিমের দুই কোচই ব্রিটিশ৷ ডেভিড জেমস খোদ ইংল্যান্ডের৷ ট্রেভর মর্গ্যানও ব্রিটিশ জাত অস্ট্রেলিয়ান৷ টিমের ভাইস ক্যাপ্টেন মাইকেল চোপড়া তো আছেনই৷ রয়েছেন দুই স্কটিশ ফুটবলারও৷ কিছু দিন যে স্কটল্যান্ড আর একটু হলে ব্রিটিশদের দখলেই চলে যাচ্ছিল৷ স্কটিশ ডিফেন্ডার জেমি ম্যাকঅ্যালিস্টার অবশ্য চোটের জন্য ফাইনালে নেই৷ তাতে কী৷ স্প্যানিশ আর্মাডার সঙ্গে ইংরেজদের লড়াই তা বলে খাটো হবে কেন ? জেমসকে প্রশ্ন করা হয়েছিল এই লড়াই নিয়ে৷ ইংল্যান্ডের বিশ্বকাপার বেশ বুদ্ধি করে উত্তরটা দিলেন৷ বললেন , ‘দুটো দেশের ফুটবল স্টাইল আলাদা৷ তবে স্টাইল যাই হোক না কেন , দিনের শেষে খেলাটা কিন্ত্ত একই৷ ফুটবল৷ ’কিন্ত সেই ফুটবল কি ক্রিকেটের শহর মুম্বইয়ে থাবা বসাতে পারল ?৩৪ তলার উপর থেকে মুম্বইয়ের একটা বিশাল অংশ দেখা যায়৷ দেখা যায় , একটু দূরের ওয়াংখেড়ে স্টেডিয়াম৷ ওখান থেকেই তো গত বছর ব্যাট -প্যাড তুলে রেখেছিলেন ‘ক্রিকেট ঈশ্বর৷ ’ একটা দিনের জন্য হলেও ক্রিকেটের মুম্বইকে দখল করবে ফুটবল এবং সেই দিনটা আজ , শনিবার৷
http://s3.india.com/wp-content/uploads/2014/10/kolkata-vs-kerela-blasters.jpg
সেটা কেন ? উত্তর একটাই৷ ভারতীয় ফুটবলের ম্যাড়ম্যাড়ে উঠোন পেরিয়ে ফাইনাল এখন স্পেন এবং ইংল্যান্ডের ! দেখার সুযোগ মুম্বই ছাড়বে কেন ?তা সেই যুদ্ধের আগে কতটা তৈরি দুটো টিম ?আতলেতি কলকাতা টিমে সেরকম কোনও পরিবর্তন নেই৷ গোয়ার বিরুদ্ধে যে টিম খেলেছিল , সেই টিমই থাকছে৷ আবাসের স্ট্যাটেজিতেও যে বদল আসবে , তা-ও নয়৷ পরে আসতে পারেন বলজিত্৷ সেটা আড়াল করতেও অবশ্য প্রেস বক্সে পর্দা ফেলে দেওয়া হল৷ যাতে সাংবাদিকরা প্র্যাক্টিস না দেখতে পান ! যাবতীয় যেটুকু জল্পনা -কল্পনা , সে তো আগের রাতেই মিটে গিয়েছে৷ ফিকরু টাফেরাকে ভারত থেকেই ফেরত্ পাঠানো হয়েছে৷ তবে ‘ফিকরু কাঁটা’ যে আবাসের গলায় বিঁধে রয়েছে , বোঝা গেল তাঁর মেজাজ দেখেই৷ ফিকরুর চলে যাওয়া কি টিমে প্রভাব ফেলবে ? শুনেই চটে গেলেন কলকাতা কোচ৷ ‘যে নেই তাকে নিয়ে ভেবে লাভ কী ? ওর তো চোট ছিল৷ তা ছাড়া ব্যক্তিগত কাউকে নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না৷ ’তিনি যতই এড়িয়ে যান , ফিকরু বিতর্ক ফাইনালের আগে ছড়িয়ে পড়েছে কেরল শিবিরেও৷ চেনা সাংবাদিক দেখে কেরলের অনেক ফুটবলারই জিজ্ঞাসা করছিলেন , ‘ফিকরুকে নিয়ে হলটা কী ?’হোটেলের লবিতে আড্ডা মারছিলেন আই এম বিজয়ন৷ কলকাতার সাংবাদিকদের দেখেই মজা করে বলে উঠলেন , ‘আরে ফিকরু নিয়ে প্রশ্ন আছে তো? বলে ফেলুন৷ ’ পরে বলে দিলেন ‘ওকে বাড়ি পাঠিয়ে ভালোই করেছে৷ ওর তো চোট৷ এখানে থাকলেও তো গ্যালারিতেই বসে থাকত৷ ’কেরালা টিমে বরং চোট-আঘাত রয়েছে৷ দুই গোলকিপার ডেভিড জেমস এবং সন্দীপ নন্দী , দু’জনেরই চোট৷ তা নিয়েই নামতে হবে একজনকে৷ ডিফেন্সে গুরবিন্দর নেই৷
সকালে কুপারজের প্র্যাক্টিসে তারপরেও মর্গ্যান বেশ চনমনে৷ কলকাতা -কেরলের লড়াই কিন্ত্ত কলকাতা বনাম কলকাতাও হতে পারে৷ দুটো টিমে মোট ১১ জন রয়েছেন , য াঁরা আইএসএল শেষ হলেই ইস্টবেঙ্গল -মোহনবাগানের জার্সি গায়ে চড়াবেন৷ মর্গ্যান যা নিয়ে সকালে বেশ মজাও করলেন৷
কলকাতা ডার্বি হোক বা স্পেন -ইংল্যান্ড৷ একদিনের জন্য আরব সাগরের তীরে উড়বে ফুটবলের পতাকা৷ আইএসএলের সেরা প্রান্তি বোধহয় এটাই!৷ei samay

No comments:

Post a Comment