Sunday 7 December 2014

সনি কর্মকর্তাদের হুমকি দিল হ্যাকাররা


গত নভেম্বরে সনি পিকচার্সের সার্ভার হ্যাক করে মুক্তির আগেই প্রতিষ্ঠনটি প্রযোজিত বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। এবার গার্ডিয়ান্স অব দ্য পিস (জিওপি) নামক হ্যাকারদের সংগঠনটি কোম্পানির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছে।
ইমেইল বার্তায় হ্যাকাররা প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সবাইকে সনি পিকচার্স ছেড়ে চলে যাওয়ার পরমার্শ দিয়েছে। তাদের দাবি শিগগরিই সনি পিকচার্স বিলুপ্ত হয়ে যাবে।
ইমেইল বার্তায় কর্মকর্তাদের জিওপির সদস্য হওয়ারও আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাদেরকে ফিরতি ইমেইল বার্তায় তাদের জানামতে সনি পিকচার্সের ভুলগুলো লিখে পাঠাতে বলা হয়। এর অন্যথা হলে এসব কর্মকর্তা ও তাদের পরিবারের ক্ষতি করা হবে বলেও ওই বার্তায় হুমকি দেয়া হয়।
বার্তায় আরো বলা হয়, সনিকে ধ্বংসে জিওপিকে কেউ রুখতে পারবে না। তবে সনি যদি জিওপির হামলা থেকে বাঁচতে যায় তাহলে প্রতিষ্ঠানটিকে তাদের দাবি পূরণ করতে হবে।
যদিও ওই ইমেল বার্তায় কোনো সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করা হয়নি।

No comments:

Post a Comment