যান্ত্রিক এ হাত বানিয়েছেন আমেরিকার এমআইটির আরবেলঅফ গবেষণাগারের ফেডারিক প্যারিয়েটি এবং ব্যালডিন এললোরেন্স বোনিল। দুজনই এমআইটির যন্ত্র প্রকৌশল বিভাগের গবেষক।
যান্ত্রিক হাত দুটোর ওজন হবে ৯ কেজি বা ১০ পাউন্ড এবং ১ দশমিক ৬ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি থেকে শুরু করে ১ দশমিক ৮৫ মিটার বা ৬ ফুট লম্বা যেকোনো মানুষ এটি ব্যবহার করতে পারবেন।
পরীক্ষামূলকভাবে নির্মিত হাতটির ব্যাটারি এক নাগাড়ে তিনঘণ্টা চলবে এবং এটি প্রায় ৩২ কিলোগ্রাম বা ৫ স্টোন ওজন অনায়াসে তুলে ধরতে পারবে।
No comments:
Post a Comment