Friday, 12 December 2014

আসছে ৪ হাতওয়ালা মানব!

 http://mostepicstuff.com/wp-content/uploads/2014/07/robotic-limbs-attached-to-human-body.jpg
মানুষের দেহে বাড়তি দুটো যান্ত্রিক হাত লাগানোর প্রযুক্তি বের করেছে বিজ্ঞানীরা। যান্ত্রিক হাত দুটো কাঁধ বা কোমরে লাগানোর ব্যবস্থা থাকবে। এতে মানুষের বাড়তি ভার বহনসহ অনেক কাজে অকল্পনীয় সুবিধা হবে।
যান্ত্রিক এ হাত বানিয়েছেন আমেরিকার এমআইটির আরবেলঅফ গবেষণাগারের ফেডারিক প্যারিয়েটি এবং ব্যালডিন এললোরেন্স বোনিল। দুজনই এমআইটির যন্ত্র প্রকৌশল বিভাগের গবেষক।
যান্ত্রিক হাত দুটোর ওজন হবে ৯ কেজি বা ১০ পাউন্ড এবং ১ দশমিক ৬ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি থেকে শুরু করে ১ দশমিক ৮৫ মিটার বা ৬ ফুট লম্বা যেকোনো মানুষ এটি ব্যবহার করতে পারবেন।
পরীক্ষামূলকভাবে নির্মিত হাতটির ব্যাটারি এক নাগাড়ে তিনঘণ্টা চলবে এবং এটি প্রায় ৩২ কিলোগ্রাম বা ৫ স্টোন ওজন অনায়াসে তুলে ধরতে পারবে।

No comments:

Post a Comment