নয়াদিল্লি: এবছরের ২৫ ডিসেম্বর থেকে অনলাইন বুকিং চালু করা হচ্ছে তাজ মহলে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চালু করছে নয়া এই পদ্ধতি। টিকিট বিক্রি নিয়ে নানা দু নম্বরি শুরু হয়েছিল তাজ মহলে। তার জেরেই এই নতুন পদ্ধতি শুরু হতে চলেছে। সুতরাং লাইন দিয়ে টিকিট কাটার দিন এবার শেষ। টিকিটের প্রিন্ট আউট আর পরিচয়পত্র নিয়ে এলেই ঢুকতে পারবেন দর্শকেরা।
প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন ভারতের অন্যতম ঐতিহ্যবাহী তাজি মহল দেখতে। ২০১৩ সালে মোট ৬০ লক্ষ পর্যটক এসেছিলেন এখানে। ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শুরু হবে ই-টিকিট। এর ফলে দর্শক সংখ্যা বাড়বে বলে মনে করছে তাজ মহল কর্তৃপক্ষ।
এইসব ই-টিকিটে থাকবে বার কোড। একমাস এই ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালানোর পর অন্যান্য হেরিটেজগুলির ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করার কথা ভাবা হবে। এই ব্যবস্থা দূষণ থেকেও তাজ মহলকে বাঁচাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ ই-টিকিট ব্যবস্থায় কমবে দর্শকের ভিড়।
No comments:
Post a Comment