Thursday 11 December 2014

প্রথম সন্তানেরা কি বেশি বুদ্ধিমান হয়?

 
হ্যাঁ, সাধারণত এটাই দেখা যায় যে প্রথম সন্তানটি বাকি সব সন্তানের চাইতে অধিক বুদ্ধিমান। বেশির ভাগ জ্যেষ্ঠ সন্তান ধীর-স্থির ও শান্ত স্বভাবের হয়ে থাকেন, ফলে তাঁদের অনেকে বোকাও বলে। তবে স্থির ও শান্ত হওয়াটাও কিন্তু বুদ্ধিমত্তার লক্ষণ। তাই লক্ষ্য করলেই দেখা যায় বাড়ির জ্যেষ্ঠ সন্তানেরা অন্যদের চাইতে বেশি বুদ্ধিমান হয়ে থাকেন।
কিন্তু কেন?
এই বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে, সম্প্রতি বিজনেস ইনসাইডার প্রকাশ করেছে নতুন এক গবেষণা তথ্য। নতুন এক গবেষণায় জানা গেছে, জ্যেষ্ঠ সন্তানেরা আসলেই অন্যদের চাইতে বেশি বুদ্ধিমান হয়। এবং এটার পেছনে আছে বেশ কিছু নির্দিষ্ট কারণ। পিতামাতার নিবিড় পরিচর্যা কিংবা বাড়তি নজর সেই কারণগুলোর মাঝে অন্যতম।
তবে এটাই শেষ কথা নয়। আরও বেশ কিছু কারণ বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, যেজন্য জ্যেষ্ঠ সন্তানকে বুদ্ধিমান করে তোলে। যেমন-
১. প্রথমে জন্মগ্রহণকারী সন্তান পরিবারের সদস্যদের অনেক বেশি সময়, যত্ন ও মনোযোগ পায়। পরবর্তীতে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে এ মনোযোগ বিভক্ত হয়ে যায়।
২. প্রথমে জন্মগ্রহণকারী সন্তানরা জিনগতভাবেই ভালো আইকিউ পায়।
৩. বড়ভাইরা ছোটদের শেখানোর মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে। ফলে এ অভিজ্ঞতা তাদের নানা কাজে লাগে।
তবে গবেষণার ফলাফল দেখে মন খারাপ করার কোন কারণ নেই। আপনি বাড়ির ছোট সন্তান বলে আপনার বুদ্ধি কম বা কম স্মার্ট আপনি, এমনটা কিন্তু কেউ বলছে না।
সূত্র- বিজনেস ইনসাইডার

No comments:

Post a Comment