Monday 8 December 2014

বিশ্বকাপের ধাক্কায় কাত ব্যোমকেশ!

http://image6.buzzintown.com/files/article/upload_22000/upload_original/416059-detective-byomkesh-bakshi-my-toughest-dibakar-banerjee.jpg
বিশ্বকাপের জন্য মুক্তি পিছল ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’র৷ছবিটি মুক্তি পাচ্ছে ১০ এপ্রিল৷দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি৷আর ক্রিকেট বিশ্বকাপ ২০১৫র শিডিউলে ভারত-পাকিস্তানের খেলাটির নির্ধারিত তারিখ ১৫ ফেব্রুয়ারি৷দিনটি ছবি মুক্তির পর প্রথম রবিবার৷তাই কোনওরকম প্রতিযোগিতায় না গিয়ে দিবাকর এবং প্রযোজক যশরাজ ফিল্মসের যৌথ সিদ্ধান্তে ছবি মুক্তি আরও মাস দুয়েক পিছিয়ে দেওয়া হল৷
বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, কোনও ছবি মুক্তির ঠিক পরেই রবিবারেই সবচেয়ে বেশি ব্যবসা করার সুযোগ থাকে৷শুধুমাত্র রবিবারই গোটা সপ্তাহের আয়ের প্রায় ৪০ শতাংশ বেশি টাকা প্রযোজকের ঘরে উঠে আসে৷অথচ এটা অস্বীকার করে লাভ নেই, পাশাপাশি সিনেমা ও খেলার অপশন রাখা হলে নিশ্চিতভাবে সিনেমা ছেড়ে দর্শকরা খেলাই দেখতে যাবে৷কারণ তাঁদের যুক্তি অকাট্য৷ খেলা একদিনই, সিনেমা আরও সাতদিন হলে থাকার নিশ্চয়তা রয়েছে৷যে কোনও একদিন দেখে নিলেই হল৷কিন্তু মাঠে গিয়ে ভারত-পাকিস্তানের খেলার আঁচটা মিস করতে চাইবেন না অনেকেই৷প্রসঙ্গত, এটি সিরিজের চতুর্থ এবং ভারতের প্রথম খেলা৷

 

No comments:

Post a Comment